মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৭০
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল (ﷺ) এর বাণী: (মক্কা) বিজয়ের পর কোন হিজরত নেই
(১৭০) সাফওয়ান ইব্ন আবদুল্লাহ্ ইব্ন সাফওয়ান তার পিতা থেকে বর্ণনা করেন যে, সাফওয়ান ইবন উমাইয়্যা ইব্ন খালাফকে বলা হলো, "ধ্বংস হয়েছে সেই ব্যক্তি যে হিজরত করেনি।" রাবী বলেন, তখন আমি বললাম, আমার পরিবার-পরিজনের সাথে মিলিত হব না যতক্ষণ না আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কাছে যাবো। তখন আমি আমার বাহনে সওয়ার হয়ে রাসূলের (ﷺ) দরবারে হাজির হলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) লোকজন মনে করে যে, "ধ্বংস হয়েছে সেই ব্যক্তি যে হিজরত করেনি।” রাসূল (ﷺ) বললেন, কখনও না। হে আবূ ওহাব, তুমি মক্কার পাথুরে যমিনে ফিরে যাও।
(এই হাদীসের বরাত ১৬শ খণ্ডে “কিতাবুল হুদূদ"-এ ১৬৯ নং হাদীসে উদ্ধৃত হয়েছে।)
(এই হাদীসের বরাত ১৬শ খণ্ডে “কিতাবুল হুদূদ"-এ ১৬৯ নং হাদীসে উদ্ধৃত হয়েছে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب قوله صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح يعنى فتح مكة
عن صفوان بن عبد الله ابن صفوان عن أبيه أن صفوان بن أمية بن خلف قيل له هلك من لم يهاجر قال فقلت لا أصل الى أهلى حتى آتى رسول الله صلى الله عليه وسلم فركبت راحلتى فأتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله زعموا أنه هلك من لم يهاجر قال كلا أبا وهب فارجع الى أباطح مكة