মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৯৬
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর নবীর (ﷺ) উপর সর্বপ্রথম ঈমান আনয়নকারীনি ও তাকে সত্য বলে প্রতিপন্নকারিনী উম্মুল মুমিনীন খাদিজা বিনতি খুয়াইলিদ (রা) এর মর্যাদা
(৯৬) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (একদা) আল্লাহর রাসূল (ﷺ) মাটিতে চারটি রেখা অংকন করেন এবং জিজ্ঞেস করেন- তোমরা কি জান এটি কী? উপস্থিত সাহাবীগণ বললেন, আল্লাহ্ এবং তাঁর রাসূল (ﷺ) সর্বোত্তম জ্ঞাতা। তখন রাসূল (ﷺ) বললেন, জান্নাতে মহিলাদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন- খাদীজা বিনতি খুয়াইলিদ, ফাতেমা বিনতি মুহাম্মদ (ﷺ), ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতি মুযাহিম ও মারইয়াম বিনতি ইমরান (রা)।
(এই হাদীসের ব্যাখ্যা, সনদ ও বরাত 'মারইয়াম'-এর মর্যাদা বিষয়ক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما ورد فى فضل أم المؤمنين خديجة بنت خويلد
عن ابن عباس قال خط رسول الله صلى الله عليه وسلم فى الأرض أربعة خطوط قال تدرون ما هذا؟ فقالوا الله ورسوله أعلم، فقال رسول الله صلى الله عليه وسلم أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد. وفاطمة بنت محمد صلى الله عليه وسلم. وآسية بنت مزاحم امرأة فرعون ومريم بنت عمران رضي الله عنهن
tahqiqতাহকীক:তাহকীক চলমান