মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
হাদীস নং: ১৮
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ : সাবা' ও তার সাথে সম্পৃক্ত বংশাবলী
(১৮) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) কে সাবা সম্পর্কে প্রশ্ন করে: অর্থাৎ এটি কি পুরুষ না কি নারী না কোন ভূখণ্ড? রাসূল (ﷺ) উত্তরে বলেন, সাবা বরং একজন পুরুষ, তাঁর বংশে দশজন সন্তান জন্মলাভ করে। এঁদের মধ্যে ছয়জন ইয়ামানে, চারজন শামে (সিরিয়ায়) আবসিত হন। ইয়ামনীগণ হচ্ছেন- মাযহিজ, কিন্দা, আয্দ, আশআরিউন, আনমার ও হিময়ার; এঁরা সবাই আরব। আর শামীগণ হচ্ছেন- লাখম, জুযাম, আমিলা ও গাস্সান।
(এই হাদীসের বরাত ১৮শ খণ্ডে "কিতাবু ফাযাইলিল কুরআন" অধ্যায়ে ৩৯৮ নং হাদীসে দ্রষ্টব্য।)
(এই হাদীসের বরাত ১৮শ খণ্ডে "কিতাবু ফাযাইলিল কুরআন" অধ্যায়ে ৩৯৮ নং হাদীসে দ্রষ্টব্য।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في العرب العاربة والمستعربة وإلى من يتسبون وذكر قحطان وقصة سبا
عن عباس (3) أن رجلا سال رسول الله صلى الله عليه وسلم عن سبأ ما هو أرجل أم امرأة أم أرض؟ فقال بل هو رجل ولد عشرة فسكن اليمن منهم ستة، وبالشام منهم أربعة، فأما اليمانيون فمذحج وكندة والأزد والأشعريون وأنمار وحمير عربا كلها، وأما الشامية فلخم وجدام وعمالة وغسان