মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং:
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: বনী ইসরাঈলের সংবাদাদি সম্পর্কিত বর্ণনা
(৯) জাবির ইবন 'আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, তোমরা আহলে কিতাবদের নিকট কোন বিষয়ে (জানার জন্য) প্রশ্ন করো না। কারণ, তারা কখনই তোমাদেরকে সঠিক (পথের দিশা বা) উত্তর দিবে না, যেহেতু তারা নিজেরাই গোমরাহ (পথভ্রষ্ট) হয়ে রয়েছে। (সুতরাং তোমরা যদি তাদের কাছে প্রশ্ন কর) হয় কোন অসত্যকে সত্য বলবে, অথবা কোন সত্যকে মিথ্যা বলবে। (জেনে রাখ) আজ যদি তোমাদের সম্মুখে মূসা (আ) জীবিত থাকতেন, তাহলে তাঁর পক্ষেও আমার অনুসরণ ব্যতীত কোন গত্যন্তর থাকতো না।
(এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও তাখরীজ "কিতাবুল ইল্ম"-এর উল্লেখিত রয়েছে।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء فى الرواية والتحديث عن أخبار بنى أسرائيل
عن جابر بن عبد الله (4) قال قال رسول الله صلي الله عليه وسلم لا تسألوا أهل الكتاب عن شئ فانهم لن يهدوكم وقد ضلوا، فانكم اما ان تصدقوا بباطل أو تكذبوا بحق، فانه لو كان موسى حيًا بين اظهركم ما حل له الا ان يتبعنى
tahqiqতাহকীক:তাহকীক চলমান