মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং:
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
(৬) 'আবদুল্লাহ ইব্‌ন আহমদ (র) বলেন, আমি মুস'আব আল-যুবাইরীকে (র) বলতে শুনেছি- একদা কাহিনীকার আবু তালহা মালিক ইব্‌ন আনাসের (রা) সমীপে আরজ করলেন, ইয়া আবা আবদিল্লাহ, একদল লোক আছেন এমন, যাঁরা এই হাদীসটি বর্ণনা করতে আমাকে নিষেধ করেছেন (হাদীসটি হচ্ছে) "আল্লাহ্ তা'আলা ইব্রাহীমের উপর রহমত বর্ষণ করুন, নিশ্চয় আপনি প্রশংসিত ও সুউচ্চ মর্যাদার অধিকারী। আর আল্লাহ্ তা'আলা রহমত বর্ষণ করেন মুহাম্মদের (ﷺ) উপর, তাঁর পরিবার পরিজনের উপর ও তাঁর স্ত্রীগণের উপর।" মালিক (রহ.) বললেন, তুমি এই হাদীস বয়ান ও বর্ণনা করবে।
(আবু দাউদ ও নাসাঈ)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم الى آخر زمن الفترة وذكر أيام العرب وجاهليتهم

باب ما جاء فى القصاصين
قال عبد الله (5) سمعت مصعب الزبيرى قال جاء أبو طلحة القاص على مالك أبن أنس فقال يا أبا عبد الله أن قوما قد نهونى أن أقص هذا الحديث صلى الله على إبراهيم إنك حميد مجيد وعلى محمد وعلى أهل بيته وعلى أزواجه، فقال مالك حدث به وقص به
tahqiqতাহকীক:তাহকীক চলমান