মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
হাদীস নং: ৪
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
(৪) সায়িব ইব্ন ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলের (ﷺ) সময়ে এবং আবু বকরের (রা) সময়ে কেউ কিস্সা বর্ণনা (ওয়াজ) করতো না। সর্বপ্রথম কিস্সা বর্ণনা করেন তামীম আদ্ দারী। তিনি 'উমরের (রা) নিকট অনুমতি প্রার্থনা করেন লোকজনদের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে কিস্সা-কাহিনী বর্ণনা করার নিমিত্তে। 'উমর (রা) তাঁকে অনুমতি প্রদান করেন।
(হাইছামী, তাবারানী)
(হাইছামী, তাবারানী)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم الى آخر زمن الفترة وذكر أيام العرب وجاهليتهم
باب ما جاء فى القصاصين
باب ما جاء فى القصاصين
عن السائب بن يزيد (2) قال أنه لم يكن يقص على عهد رسول الله صلي الله عليه وسلم ولا أبى بكر وكان أول من قص تميما الدارىّ استأذن عمر بن الخطاب رضى الله عنه أن يقص على الناس قائما فأذن له عمر