মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৯০
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ্ নবী 'ঈসা ইবন মারইয়াম (আ)-এর মর্যাদা
(৯০) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, আমি 'ঈসা ইবন মারইয়ম (আ)-এর সর্বাধিক নিকটবর্তী (অর্থাৎ সকল মানুষের চেয়ে আমিই তাঁর সর্বাধিক ঘনিষ্ঠ।) দুনিয়াতে এবং আখিরাতে। লোকজন আরজ করলো, তা কিভাবে ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। রাসূল (ﷺ) বললেন, নবীগণ (আ) সবাই সৎ ভাই, একই ঔরসজাত। তাঁদের জননী ভিন্ন ভিন্ন কিন্তু তাঁদের দ্বীন এক ও অভিন্ন। আর আমাদের মাঝে (অর্থাৎ আমার ও ঈসার (আ) মাঝে) অন্য কোন নবী নেই।
(বুখারী, মুসলিম ও আবূ দাউদ)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى فضل نبى الله عيسى بن مريم عليه السلام
وعنه أيضا (5) قال قال رسول الله صلي الله عليه وسلم أنا أولى الناس بعيسى بن مريم فى الأولى (6) والآخرة، قالوا كيف يا رسول الله؟ قال الأنبياء أخوة من عَلاَت (7) وأمهاتهم شتى ودينهم واحد فليس بيننا نبى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯০ | মুসলিম বাংলা