মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৮৭
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: মারইয়াম বিনতু ইমরানের (আ) মর্যাদা
(৮৭) আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, বিশ্ব নারীকূলের মধ্যে তোমার জন্য যথেষ্ট (অর্থাৎ সর্বোত্তম) হচ্ছেন- মারইয়ম বিনতু 'ইমরান, খাদীজা বিনতু খুওয়াইলিদ, ফাতিমা বিনতু মুহাম্মদ (ﷺ) এবং ফিরআউনের স্ত্রী আসীয়া (রা)।
(তিরমিযী, ইবনে হিব্বান ও মালিক)
(তিরমিযী, ইবনে হিব্বান ও মালিক)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى فضل مريم بنت عمران
عن أنس (6) أن النبى صلي الله عليه وسلم قال حسبك (7) من نساء العالمين مريم أبنة عمران وخديجة بنت خويلد وفاطمة ابنة محمد صلي الله عليه وسلم وآسية امرأة فرعون