মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৭৪
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: দাউদের (আ) সওম ও সালাত
(৭৪) 'আবদুল্লাহ ইবন 'আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সওম (রোযা) হচ্ছে দাউদের (আ) সওম; এবং তাঁর নিকট সর্বাধিক প্রিয় সালাত (নামায) হচ্ছে দাউদের (আ) সালাত। তিনি রাতের অর্ধেক নিদ্রা যেতেন, রাতের শেষভাগের এক তৃতীয়াংশ কিয়ামুল লাইল করতেন এবং এর (সর্বশেষ) এক ষষ্ঠমাংশে (আবার) নিদ্রা যেতেন এবং তিনি একদিন সওম পালন করতেন আবার পরদিন সওমবিহীন থাকতেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى صومه وصلاته
عن عبد الله بن عمرو بن العاص (2) قال قال رسول الله صلي الله عليه وسلم أحب الصيام الى الله صيام داود، وأحب الصلاة الى الله صلاة داود (3) كان ينام نصفه ويقوم ثلثه وينام سدسه، وكان يصوم يوما ويفطر يوما.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৪ | মুসলিম বাংলা