মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৬৬
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইউশা' ইবনে নূন-এর নবুয়ত এবং মূসা ও হারুন (আ)-এর ওফাতের পর বনী ইসরাঈলের দায়দায়িত্ব তাঁর উপর ন্যস্ত হওয়া ও তাঁর মু'জেযা
(৬৬) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ইউশা' ইবন নূন (আ) ব্যতীত অন্য কোন আদম সন্তানের জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়নি। (এ ঘটনা ঘটেছিল তখন) যে রাত্রিতে তিনি বাইতুল মাকদিসে রওয়ানা হয়েছিলেন ।
(ইবনে কাছীর।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر نبوة يوشع بن نون وقيامه بأعباء بنى اسرائيل بعد وفاة موسى وهارون عليهم الصلاة والسلام ومعجزته
عن أبى هريرة (4) قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشمس لم تحبس على بشر الا ليوشع بن نون (5) ليالى سار إلى بيت المقدس (6)
tahqiqতাহকীক:তাহকীক চলমান