মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৫৪
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: প্রস্তরখণ্ডের সাথে সম্পৃক্ত মূসার (আ) ঘটনা
(৫৪) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বনী ইসরাইল একত্রে উলঙ্গ হয়ে গোসল করতো (অন্য বর্ণনায়-তারা একে অপরের গুপ্তাঙ্গের প্রতি দৃষ্টিপাত করতো)। কিন্তু আল্লাহর নবী মুসা (আ) তাতে লজ্জাবোধ করতেন। গোসলের সময় তিনি পর্দা করতেন। এতে বনী ইসরাইল তার গুপ্তাংগে দোষারোপ করল। (অন্য বর্ণনায়- তারা বললো আল্লাহর কসম, মুসা একশিরার রোগী। এই কারণেই সে আমাদের সাথে গোসল করে না)। (এই যখন অবস্থা তখন) আল্লাহর নবী মূসা (আ) একদিন একটি পাথরের উপর তাঁর কাপড় রেখে গোসল করছিলেন। পাথর তাঁর কাপড় নিয়ে ছুটতে থাকে। আল্লাহর নবীও পাথরের পেছনে পেছনে তাঁর লাঠি হাতে ছুটতে থাকেন আর বলতে থাকেন, হে পাথর আমার কাপড় দিয়ে যা-। এইরূপ করতে করতে তিনি বনী ইসলাইলদের সর্দারদের মাঝখানে গিয়ে পৌছেন, আর পাথরও তখন থেমে যায়। আল্লাহর নবী তাঁর কাপড় নিয়ে নেন। এই সুযোগে বনী ইসরাইল সম্প্রদায় তাঁর প্রতি দৃষ্টিপাত করে তাঁর উত্তম শারীরিক গঠন ও পূর্ণাঙ্গ আকৃতি দেখতে পায়। তখন তারা বলে ওঠে, বনী ইসরাইলের জঘন্য মিথ্যাবাদীদের আল্লাহ্ ধ্বংস করুন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তা'আলা তাদের দোষারোপ থেকে তাঁকে মুক্ত করেন। (অন্য এক বর্ণনায় এসেছে) মূসা (আ) তাঁর কাপড় উঠিয়ে নিয়ে পাথরকে আঘাত করতে থাকেন। আবূ হুরাইরা (রা) বলেন, আল্লাহর শপথ, ঐ পাখরে মুসার (আ) আঘাতের ছয় অথবা সাতটি চিহ্ন রয়েছে। (দ্বিতীয় একটি বর্ণনায় এসেছে) আবদুল্লাহ ইবন শাক্বীক থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরাইরা (রা) আমাকে জিজ্ঞেস করেন, তুমি কোথা হতে এসেছ? আমি বললাম শাম (সিরিয়া) থেকে। তিনি বললেন, তুমি কি মূসার (আ) পাথর দেখেছ? আমি বললাম, মুসার (আ) পাথর, সে আবার কি? তখন তিনি বলেন, বনী ইসরাঈল সম্প্রদায় তাদের আলোচনায় মূসার (আ) কাপড়ের নীচে তার অণ্ডকোষ সম্পর্কে অনর্থক কথাবার্তা বলে। একদা তিনি একটি পাথরের উপর তাঁর কাপড় রেখে গোসল করতে থাকেন। এমন সময় সেই পাথর তাঁর কাপড় নিয়ে দৌড় দেয়। তিনিও পাথরের পেছনে দৌড়াতে থাকেন আর বলতে থাকেন, হে পাথর, আমার কাপড় রেখে যা কিন্তু ততক্ষনে পাথর কাপড় নিয়ে বনী ইসরাইলদের মধ্যে পৌঁছে যায় এবং তারা মুসাকে (আ) তাঁর উত্তম শারীরিক গঠনে দেখতে পায়। মুসা (আ) সেই পাথরকে (তাঁর লাঠির সাহায্যে) তিনবার আঘাত করেন। সেই সত্তার শপথ, যাঁর হাতে আবু হুরাইরার প্রাণ, আমি যদি সেই পাথরটিকে দেখতাম, তাহলে অবশ্যই তাতে মুসার (আ) আঘাতের চিহ্নগুলো দেখতে পেতাম।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও অন্যান্য।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب قصته مع الحجر
عن أبى هريرة (4) أن رسول الله صلي الله عليه وسلم قال أن بنى اسرائيل كانوا يغتسلون عراة (وفى رواية ينظر بعضهم الى سوأة بعض) وكان نبى الله موسى عليه السلام منه الحياء والستر، وكان يتستر اذا اغتسل فطعنوا فيه بغورة (وفى رواية فقالوا والله ما يمنع موسى أن يغتسل معنا إلا أنه آدر) قال فبينما نبى الله يغتسل يوما وضع ثيابه على صخرة فانطلقت الصخرة بثيابه، فاتبعها نبى الله ضربا بعصاه وهو يقول ثوبى يا حجر ثوبى يا حجر، حتى انتهى به الى ملأ من بنى اسرائيل وتوسطهم فقامت (أى الصخرة) وأخذ نبى الله ثيابه فنظروا فاذا أحسن الناس خلقا وأعدلهم، صورة، فقالت بنوا اسرائيل قاتل الله أفاكى (5) بنى اسرائيل فكانت براءته التى برأه الله عز وجل بها (6) (وفى رواية) فأخذ ثوبه وطفق بالحجر ضربا: فقال أبو هريرة رضى الله عنه والله أن بالحجر نَدَبَا ستة أو سبعة ضرب موسى بالحجر (ومن طريق ثان) (7) عن عبد الله بن شقيق قال قال لى أبو هريرة رضى الله عنه من أين أقبلت؟ قلت من الشام، قال فقال لى هل رأيت حجر موسى؟ قلت وما حجر موسى؟ قال أن بنى أسرائيل قالوا لموسى قولا تحت ثيابه فى مذاكيره (8) قال فوضع ثيابه على صخرة وهو يغتسل قال فسع ثيابه قال فتبعها في أثرها وهو يقول يا حجر الق ثيابى حتى أتت به على بنى اسرائيل فرأوا مستويا حسن الخلق فلجبه ثلاث لجبات (1) فو الذى نفس أبى هريرة بيده لو كنت نظرت لرأيت لجبات موسى فيه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান