মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৪৫
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
আল্লাহ্ নবী মূসা ইবনে ইমরান (আ) সম্পর্কিত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ : আল্লাহর নবী মূসা (আ)-এর মর্যাদা এবং খানিকটা আমাদের প্রিয়নবী (ﷺ)-এর মর্যাদা
(৪৫) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক মুসলিম এবং ইয়াহুদীদের এক ব্যক্তি বিতর্ক করছিল। মুসলিম ব্যক্তি বলল, সেই সত্তার শপথ, যিনি মুহাম্মদ (ﷺ)-কে সমগ্র সৃষ্টজগতের উপর নির্বাচিত (সম্মানিত) করেছেন। ইয়াহুদী বললো, সেই সত্তার শপথ, যিনি মূসাকে (আ) সমগ্র জগতের উপর নির্বাচিত (সম্মানিত) করেছেন। এতে মুসলিম ব্যক্তি রাগান্বিত হয়ে ইয়াহুদীকে চোখের উপর ঘুষি মেরে বসলো। ইয়াহুদী রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বিষয়টি তাঁকে অবহিত করলো। রাসূল (ﷺ) সেই ব্যক্তিকে ডেকে ঘটনার সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করলেন, সে তা স্বীকার করলো। তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা মূসা (আ)-এর উপর আমাকে প্রাধান্য দিও না। কিয়ামতের দিন সমস্ত মানুষ বজ্রাহত ও বেহুশ হয়ে পড়বে। আমি সর্বপ্রথম সম্বিত ফিরে পাব এবং মূসাকে (আ) দেখতে পাব, তিনি আরশের একপাশ ধরে দণ্ডায়মান। আমি জানিনা, তিনি কি বেহুঁশ হওয়ার পর আমার পূর্বেই সম্বিত ফিরে পেয়েছেন, নাকি তিনি আল্লাহ্ তা'আলা কর্তৃক ব্যতিক্রমী মর্যাদাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত (ফলে বেহুশই হননি)।
(হাদীসটি গরীব)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
أبواب ذكر نبى الله موسى بن عمران عليه السلام

باب ما جاء فى فضل نبى الله موسى وشئ من فضل نبينا عليهما الصلاة والسلام
عن أبى هريرة (2) قال أستب رجل من المسلمين ورجل من اليهود فقال المسلم والذى أصطفى محمداً على العالمين، وقال اليهودى والذى أصطفى موسى على العالمين، فغضب المسلم فلطم عين اليهودى، فأتى اليهودى رسول الله صلي الله عليه وسلم فأخبره بذلك، فدعاه رسول الله صلي الله عليه وسلم فسأله فاعترف بذلك، فقال رسول الله صلي الله عليه وسلم لا تخيرونى على موسى (3) فان الناس يصعقون (4) يوم القيامة فأكون أول من يفيق فأجد موسى ممسكا بجانب العرش فما أدرى أكان فيمن صعق فأفاق قبلى أم كان ممن استثناه الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান