মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৪২
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহর নবী ইউনুস (আ) প্রসঙ্গ
(৪২) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে পূর্বের হাদীসের (আবদুল্লাহ ইবনে জা'ফর বর্ণিত) অনুরূপ বর্ণনা করেছেন, তবে সেখানে 'নবী'-এর পরিবর্তে 'বান্দা' শব্দটির উল্লেখ এসেছে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر نبي الله يونس عليه السلام
عن أبي هريرة (9) عن النبي صلي الله عليه وعلى آله وصحبه وسلم أنه قال لعبد بدل نبي