মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৩৩
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইব্রাহীম (আ)-এর গুণ-বৈশিষ্ট্য
(৩৩) ইবন 'আব্বাস (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমি ইব্রাহীম (আ)-এর প্রতি দৃষ্টিপাত করেছি, কিন্তু তাঁর দেহসৌষ্ঠবের আদলের ন্যায় আমাকে ছাড়া অন্য কাউকে দেখিনি। (অর্থাৎ) তিনি যেন তোমাদের এই সাথীর ন্যায়।
(এই হাদীসের পূর্ণাঙ্গরূপ ও এর তাখরীজ "কিতাবুস সীরাহ আল-নাবাবিয়্যাহ" অধ্যায়ে আসবে-ইনশাআল্লাহ্।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى صفته
وعنه أيضا (5) قال قال النبى صلى الله عليه وسلم ونظرت الى ابراهيم فلا أنظر الى إرب من آرابه الا نظرت اليه منى كأنه صاحبكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান