মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৭৮
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৭৮) আবূ হুরাইরা থেকে আরো বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, জিন গোত্রীয় একটি শয়তান (ইফরীত) গতরাতে আমার সালাতে বিঘ্ন ঘটানোর জন্য এসেছিল, কিন্তু আল্লাহর রহমতে সে সফল হয়নি বরং আমি তাকে তাড়া করেছি। আমি (একবার) চেয়েছিলাম যে ওটিকে মসজিদের কোন খুঁটির সাথে বেঁধে রাখি, যেন সকাল হলে তোমরা সবাই তাকে দেখতে পাও। কিন্তু হঠাৎ আমার ভাই সুলায়মানের (আ) দোয়ার কথা স্মরণ হয়ে গেল:
رَبِّ هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي
অর্থাৎ “হে আমার প্রভু, আপনি আমাকে এমন সাম্রাজ্য প্রদান করুন, যা আমার পরে আর কেউ না পায়।”
তাই তিনি (ﷺ) তাকে অপমান করে ছেড়ে দিয়েছেন।
(বুখারী, মুসলিম ও নাসাঈ)
رَبِّ هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي
অর্থাৎ “হে আমার প্রভু, আপনি আমাকে এমন সাম্রাজ্য প্রদান করুন, যা আমার পরে আর কেউ না পায়।”
তাই তিনি (ﷺ) তাকে অপমান করে ছেড়ে দিয়েছেন।
(বুখারী, মুসলিম ও নাসাঈ)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
وعنه أيضا (5) عن النبى صلى الله عليه وسلم قال ان عفريتا (6) من الجن تفلت على البارحة ليقطع على الصلاة فامكننى الله منه فدعته (7) وأردت أن أربطه إلى جنب سارية من سواري المسجد حتى تصبحوا فتنظروا إليه كلكم أجمعون، قال فذكرت دعوة أخى سليمان (رب هب لى ملكا لا ينبغى لأحد من بعدى) (1) قال فرده خاسئا