মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৫৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: ফেরেশতা সৃষ্টি প্রসংগ
(৫৫) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন ইয়াহূদী রাসূলের (ﷺ)-এর কাছে আগমন করে বললো, প্রত্যেক নবীর কাছে (বিশেষ) একজন ফেরেশতা কল্যাণ নিয়ে আসতো, সুতরাং আপনি আপনার সেই সাথীর (ফেরেশতা) কথা বলুন। তিনি বললেন, জিব্রাইল (আ)। তারা বললো, সেই জিব্রাইল, যে যুদ্ধ-বিগ্রহ ও শান্তি নিয়ে আসে, সে আমাদের শত্রু? যদি আপনি মিকাইল-এর কথা বলতেন, যিনি রহমত, তরুলতা ও খাদ্য নিয়ে আসেন, তাহলে ভাল হতো। এই প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা অবতীর্ণ করেন,
مَنۡ کَانَ عَدُوًّا لِّلّٰہِ وَمَلٰٓئِکَتِہٖ وَرُسُلِہٖ وَجِبۡرِیۡلَ وَمِیۡکٰىلَ فَاِنَّ اللّٰہَ عَدُوٌّ لِّلۡکٰفِرِیۡنَ
যদি কোনও ব্যক্তি আল্লাহর, তাঁর ফিরিশতাদের, তাঁর রাসূলগণের এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয়, তবে (সে শুনে রাখুক) আল্লাহ কাফিরদের শত্রু।
—আল বাকারা - ৯৮
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الملائكة
عن ابن عباس (5) قال جاءت يهود إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا انه ليس من نبى الا له ملك يأتيه بالخير فأخبرنا من صاحبك؟ قال جبريل عليه السلام، قالوا جبريل ذاك الذى ينزل بالحرب والقتال والعذاب عدونا لو قلت ميكائيل الذى ينزل بالرحمة والنبات والقطر لكان، فأنزل الله عز وجل (من كان عدوا لجبريل) الى آخر الآية
tahqiqতাহকীক:তাহকীক চলমান