মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৫৩
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: ফেরেশতা সৃষ্টি প্রসংগ
(৫৩) আবদুল্লাহ্ ইবন মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) জিব্রাইলকে (আ) এমন দেখেছেন যে, তাঁর ছয়শত পাখা রয়েছে। প্রতিটি শাখা দিগন্ত বিস্তৃত। তাঁর পাখা থেকে বিভিন্ন রংয়ের বস্তু ও মণি-মুক্তা পতিত হচ্ছে। এ সম্পর্কে আল্লাহই সর্বোত্তম জ্ঞাতা।
(ইবনে কাছীর, তাবারানী, বায়হাকী প্রমুখ)
(ইবনে কাছীর, তাবারানী, বায়হাকী প্রমুখ)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الملائكة
عن عبد الله (2) قال رأى رسول الله صلى الله عليه وسلم جبريل وله ستمائة جناح كل منها قد سد الأفق يسقط من جناحه من التهاويل (3) والدر والياقوت ما الله أعلم به