মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৪৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: মেঘ, বৃষ্টি, শিলা ও শীতকাল প্রসংগ
(৪৫) মু'আবিয়া আল-লাইছী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, মানুষ খরা ও দুর্ভিক্ষের শিকার হয়, তখন আল্লাহ্ তা'আলা দয়াপরবশ হয়ে তাদেরকে রিযক দান করেন। কিন্তু তারা মুশরিক হয়ে যায়। জিজ্ঞেস করা হলো, তা কীভাবে ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! তিনি বলেন, তারা বলে, আমরা বৃষ্টি পেয়েছি অমুক নক্ষত্রের কারণে।
(এই হাদীসের সনদ উত্তম। হাদীসের শেষ বাক্যটি বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত।)
كتاب خلق العالم
باب ما جاء فى الغيم والمطر والبرد وزمن الشتاء
عن معاوية الليثى (8) قال قال رسول الله صلى الله عليه وسلم يكون الناس مجدبين (9) فينزل الله تبارك وتعالى عليهم رزقا من رزقه (10) فيصبحون بمشركين، فقيل له وكيف ذاك يا رسول الله؟ فقال يقولون مطرنا بنوء كذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৫ | মুসলিম বাংলা