মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৪৩
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: মেঘ, বৃষ্টি, শিলা ও শীতকাল প্রসংগ
(৪৩) আয়েশা সিদ্দিকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সর্বদা লক্ষ্য করে দেখেছি যে, যখনই রাসূল (ﷺ) আকাশে মেঘ দেখতেন, তাঁর মুখমণ্ডলে উদ্বেগের ছাপ দেখতে পেতাম। অতঃপর যখন বৃষ্টি শুরু হতো, তখন তিনি শান্ত হতেন।
আয়েশা (রা) থেকে অন্য বর্ণনায় আছে, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন মেঘ দেখতেন, তখন তাঁর মুখমণ্ডল পরিবর্তিত হয়ে যেত। তিনি ঘর থেকে বের হতেন আর প্রবেশ করতেন; সম্মুখে যেতেন আবার পশ্চাতে যেতেন। কিন্তু বৃষ্টি শুরু হলে খুশী হয়ে যেতেন। তাঁকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহ্ তা'আলা পবিত্র কুরআনে যেরূপ বলেছেন, সেইরূপ বিপদ থেকে আমি নিরাপদবোধ করতে পারি না। আল্লাহ্ বলেন,
فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ۚ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ ۖ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ
[ الأحقاف: 24] .
"যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগল, ওটা তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বলল, এটাই তো তা, যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ। এতে আছে এক ঝড়-মর্মন্তুদ শাস্তি বহনকারী। (আহকাফ: ২৪)
আয়েশা (রা) থেকে অন্য বর্ণনায় আছে, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন মেঘ দেখতেন, তখন তাঁর মুখমণ্ডল পরিবর্তিত হয়ে যেত। তিনি ঘর থেকে বের হতেন আর প্রবেশ করতেন; সম্মুখে যেতেন আবার পশ্চাতে যেতেন। কিন্তু বৃষ্টি শুরু হলে খুশী হয়ে যেতেন। তাঁকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহ্ তা'আলা পবিত্র কুরআনে যেরূপ বলেছেন, সেইরূপ বিপদ থেকে আমি নিরাপদবোধ করতে পারি না। আল্লাহ্ বলেন,
فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ۚ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ ۖ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ
[ الأحقاف: 24] .
"যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগল, ওটা তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বলল, এটাই তো তা, যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ। এতে আছে এক ঝড়-মর্মন্তুদ শাস্তি বহনকারী। (আহকাফ: ২৪)
كتاب خلق العالم
باب ما جاء فى الغيم والمطر والبرد وزمن الشتاء
عن عائشة (3) رضى الله عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم رأى غيما إلا رأيت فى وجهه الهيج (4) فاذا أمطرت سكن (وعنها من طريق ثان) (5) قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا رأى مخيلة (6) تغير وجهه ودخل وخريج وأقبل وأدبر فاذا أمطرت سرى عنه فذكر ذلك له فقال ما أمنت أن يكون كما قال (فلما رأوه عارضا مستقبل أو ديتهم الى ريح فيها عذاب أليم)