মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৩২
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : তারকারাজি চন্দ্র ও সূর্য প্রসংগ
(৩২) ইয়াযীদ ইবন হারূন হিশাম থেকে, তিনি মুহাম্মদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা একদা আবু কাতাদাহর সাথে আমাদের গৃহের সম্মুখে অবস্থান করছিলাম। তখন তিনি একটি তারকা দেখতে পান; তখন সবাই সে দিকে দৃষ্টিপাত করলেন। আবু কাতাদাহ (রা) বললেন, আমাদের দৃষ্টিকে এর অনুসরণ করতে নিষেধ করা হয়েছে।
(আহমদ ছাড়া অন্য কেউ এটি বর্ণনা করেননি। তবে এ হাদীসের সনদ উত্তম।)
كتاب خلق العالم
باب ما جاء فى الشمس والقمر والكواكب
حدثنا يزيد بن هرون (2) ثنا هشام عن محمد قال كنا مع أبى قتادة على ظهر بيتنا فرأى كوكبا انقض فنظروا اليه فقال أبو قتادة رضى الله عنه إنا قد نهينا أن نتبعه أبصارنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান