মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৩০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : তারকারাজি চন্দ্র ও সূর্য প্রসংগ
(৩০) আবু যর (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, সূর্য অস্ত যায় আরশের নীচে। পরে তাকে অনুমতি দেওয়া হয়। সে আবার ফিরে আসে। এরপর যখন সেই রাত আসবে, যে রাতের ভোরে পশ্চিম দিক থেকে তা অস্তাচল থেকে উদিত হবে, সে দিন আর তাকে অনুমতি দেওয়া হবে না। সেদিন ভোরে তাকে বলা হবে, তোমার নির্ধারিত স্থান থেকে উদয় হও। এরপর রাসূল (ﷺ) এই আয়াত পাঠ করেন:
هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِي رَبُّكَ أَوْ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ.
তারা কি শুধু এরই প্রতীক্ষা করে যে, তাদের কাছে ফেরেশতা আসবে কিংবা তোমার প্রতিপালক আসবেন কিংবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসবে... (আনআম: ১৫৮)
هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِي رَبُّكَ أَوْ يَأْتِي بَعْضُ آيَاتِ رَبِّكَ.
তারা কি শুধু এরই প্রতীক্ষা করে যে, তাদের কাছে ফেরেশতা আসবে কিংবা তোমার প্রতিপালক আসবেন কিংবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসবে... (আনআম: ১৫৮)
كتاب خلق العالم
باب ما جاء فى الشمس والقمر والكواكب
عن أبى ذر (6) أن النبى صلى الله عليه وسلم قال تغيب الشمس تحت العرض فيؤذن لها فترجع فإذا كانت الليلة التى تطلع صبيحتها من المغرب لم يؤذن لها فاذا أصبحت قيل لها اطلعى من مكانك ثم (قرأ هل ينظرون الا أن تأتيهم الملائكة أو يأتى ربك أو يأتى بعض آيات ربك)