মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : সপ্ত আকাশ ও সপ্ত যমীন এবং এসবের মধ্যস্থিত যা কিছু রয়েছে সেসবের সৃষ্টি প্রসংগ
(১০) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা (একদা) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বসে ছিলাম। এই সময় একটি পাতলা মেঘমালা উড়ে গেল। তিনি বললেন, তোমরা জান, এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল সবচেয়ে ভাল জানেন। তিনি বলেন, এই মেঘমালা ও মৃত্তিকাসঞ্জীবনী পানি আল্লাহ্ তা'আলা তাঁর সেই বান্দাদের কাছে পৌছিয়ে দেন, যারা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং তাঁকে ডাকেও না। তোমরা জান তোমাদের উপরে এটা কি? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসূল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বললেন, রাকী' (আকাশ), নিরুদ্ধ তরঙ্গমালা ও সুরক্ষিত ছাদ। তোমরা জান তোমাদের কাছ থেকে এর দুরত্ব কত? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসুল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বলেন, পাঁচশত বছরের রাস্তা। এই আকাশের উপর কী আছে, তা কি তোমরা জান? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসুল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বলেন, অন্য আরেকটি আকাশ। এই আকাশ থেকে সেই আকাশের দূরত্ব কত, তোমরা তা জান কি? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসুল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বলেন, পাঁচশত বছরের রাস্তা। এইভাবে তিনি সাত-আসমান পর্যন্ত গণনা করেন। এরপর তিনি বলেন, (এই সপ্তম আকাশের) উপর কী আছে, তা তোমরা জান কি? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসুল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বলেন, 'আরশ। তোমরা জান কী আরশ ও সপ্তম আকাশের মধ্যে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসূল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বলেন, পাঁচশত বছরের রাস্তা। এরপর তিনি বলেন, তোমরা জান এর নীচে কী আছে? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসূল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বলেন, যমিন। যমিনের নীচে কী আছে, তা তোমরা জান কি? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসূল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বলেন, আরো একটি যমিন। এই যমিন ও সেই যমিনের মধ্যে তফাৎ কতটুকু তা তোমরা জান কি? আমরা বললাম, আল্লাহ্ ও তদীয় রাসূল সর্বোত্তম জ্ঞাতা। তিনি বলেন, পাঁচশত বছরের রাস্তা। এইভাবে তিনি সাত যমিন গণনা করেন। এরপর তিনি বলেন, আল্লাহর শপথ, তোমরা যদি কাউকে সপ্তম ও নিম্নতম যমিনে রশির মাধ্যমে নিক্ষেপ কর, তবে সে নিশ্চিত সেখানে গিয়ে পতিত হবে। এরপর তিনি পাঠ করেন:
هُوَ الْأَوَّلُ وَالْأَخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
তিনিই সর্বপ্রথম, সর্বশেষ, প্রকাশমান ও গুপ্ত এবং তিনিই সর্ববিষয়ে সর্বজ্ঞ।
(তিরমিযী, বাযযার ও ইব্‌ন আবী হাতিম)
كتاب خلق العالم
باب ما ورد في خلق السماوات السبع والأرضين السبع وما بينهن
عن أبى هريرة) (5) قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم اذ مرت سحابة فقال أتدرون ما هذه؟ قال قلنا الله ورسوله أعلم، قال العنان (6) وروايا الارض يسوقه الله الى من لا يشكره من عباده ولا يدعونه (7) أتدرون ما هذه فوقكم؟ (8) قلنا الله ورسوله أعلم، قال الرقيع (9) مرج مكفوف وسقف محفوظ، أتدرون كم بينكم وبينها؟ قلنا الله ورسوله أعلم، قال مسيرة خمسمائة عام، قال أتدرون ما التى فوقها؟ قلنا الله ورسوله أعلم، قال سماء أخرى، أتدرون كم بينها وبينها؟ (10) قلنا الله ورسوله أعلم، قال مسيرة خمسمائة عام حتى عد سبع سموات (11) ثم قال أتدرون ما فوق ذلك؟ قلنا الله ورسوله أعلم، قال العرش، قال أتدرون كم بينه وبين السماء السابعة؟ قلنا الله ورسوله أعلم، قال مسيرة خمسمائة عام ثم قال أتدرون ما هذا تحتكم؟ قلنا الله ورسوله أعلم، قال أرض (1) أتدرون ما تحتها؟ قلنا الله ورسوله أعلم، قال أرض أخرى، أتدرون كم بينها وبينها، قال الله ورسوله أعلم، قال مسيرة خمسمائة عام حتى عد سبع أرض (2) ثم قال وأيم الله لودليتم أحدكم بحب الى الارض السفلى السابعة لهبط (3) ثم قرأ هو الأول والآخر والظاهر (4) والباطن وهو بكل شئ عليم
tahqiqতাহকীক:তাহকীক চলমান