মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
(৫) আব্বাস ইবন আবদিল মুত্তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বাতহা নামক স্থানে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে উপবিষ্ট ছিলাম। এমন সময় একখণ্ড মেঘ ভেসে গেল। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, তোমরা জান এটা কী? আমরা বললাম, মেঘ। তিনি বললেন, মুয্ন (মেঘ)। আমরা বললাম 'মুয্ন'। তিনি বললেন 'আনান' (মেঘ)। আমরা তখন চুপ করে রইলাম। তিনি বললেন, তোমরা জান কি আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব কত? আমরা বললাম আল্লাহ্ ও তদীয় রাসূল (ﷺ) সবচেয়ে ভাল জানেন। তিনি বললেন, পাঁচশত বছরের রাস্তা এবং এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব বা অবস্থান পাঁচশত বছরের রাস্তা; এবং প্রতিটি আকাশের ঘনত্বের পরিমাণ পাঁচশত বছরের রাস্তা এবং সপ্তম আকাশের উপর রয়েছে একটি সমুদ্র, যার তলদেশ ও উপরিভাগের দূরত্ব আকাশ ও যমিনের দূরত্বের সমান। তাছাড়া এর উপরে রয়েছে আটটি মেষ (সদৃশ ফেরেশতা), যাদের হাঁটু ও খুরের দূরত্ব আকাশ ও যমিনের দুরত্বের সমান। এর উপর স্থাপিত আরশ যার তলদেশ ও উপরিভাগের দূরত্ব আকাশ ও যমিনের দূরত্ব বরাবর। আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা এর উপর উপবিষ্ট এবং আদম সন্তানের কোন আমল বা কর্ম তাঁর অগোচরে নেই।
(আবু দাউদ, তিরমিযী ও ইব্ন মাজাহ।)
(আবু দাউদ, তিরমিযী ও ইব্ন মাজাহ।)
كتاب خلق العالم
كتاب خلق العالم
باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
عن العباس بن عبد المطلب (5) قال كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم بالبطحاء (6) فمرت سحابة فقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما هذا؟ قال قلنا السحاب، قال والمزن (1) قلنا والمزن، قال والعنان، قال فسكتنا، فقال هل تدرن كم بين السماء والأرض؟ قال قلنا الله ورسوله أعلم، قال بينهما مسيرة خمسمائة سنة، ومن كل سماء مسيرة خمسمائة سنة، وكيف كل سماء (2) مسيرة خمسمائة سنة، وفوق السماء السابعة بحر بين أسفله كما بين السماء والأرض، ثم فوق ذلك ثمانية أو عال (3) بين ركبهن واظلافهن (4) كما بين السماء والارض ثم فوق ذلك العرش بين أسفله وأعلاه كما بين السماء والارض والله تبارك وتعالى فوق ذلك، وليس يخفى عليه من أعمال بنى آدم شئ