মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ৪৭
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওহীদবাদীগণ আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া এবং উম্মতে মুহাম্মদীর জন্য সুসংবাদ প্রসঙ্গ
৪৭. রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত দাস ছাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, দুনিয়া এবং এর মধ্যে যা আছে, তার চেয়ে এ আয়াতটি আমার নিকট অধিক প্রিয়:
قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
বল, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, তারা আল্লাহ্ রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ্ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা যুমার: ৫৩।)
তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! যে ব্যক্তি শিরক করবে? তার কথায় রাসূলুল্লাহ (ﷺ) কিছুক্ষণ চুপ থেকে বললেন, তবে যে ব্যক্তি শিরিক করে, সে ব্যতিত। একথা তিনি তিনবার বলেন।
كتاب التوبة
باب ما جاء في عدم قنوط الموحدين من رحمة الله تعالى وفيه بشرى للامة المحمدية
عن ثوبان (2) مولى رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما أحب ان لي الدنيا وما فيها بهذه الآية (يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم) فقال رجل يا رسول الله فمن أشرك؟ فسكت النبي صلى الله عليه وسلم ثم قال الا من اشرك ثلاث مرات
tahqiqতাহকীক:তাহকীক চলমান