মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ৪৩
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণী শুধু আমল দিয়ে তোমাদের কেউ মুক্তি পাবে না
৪৩. দামদাম ইবন্ জাওস আল ইয়ামামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবূ হুরায়রা (রা) আমাকে বললেন, হে ইয়ামামী! তোমরা কোন ব্যক্তিকে একথা বলো না, আল্লাহর শপথ! আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ্ কখনও তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আমি বললাম, হে আবু হুরায়রা, এ ধরনের কথা আমাদের কোন ভাই তার সাথীকে রাগের সময় বলে থাকে। তিনি বললেন, তুমি এ ধরনের কথা বলবে না। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, বনি ইসরাঈলদের মাঝে দু'জন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন 'ইবাদতে পরিশ্রমী ছিলেন, আর অন্যজন নীজের আত্মার উপর সীমালঙ্ঘনকারী ছিল। তারা উভয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন। যিনি 'ইবাদতে পরিশ্রমী ছিলেন, তিনি সদা-সর্বদা দ্বিতীয়জনকে গুনাহের মধ্যে লিপ্ত দেখে বলতেন, হে ব্যক্তি! গুনাহ থেকে বিরত থাক। তখন সে বললো, আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও। আল্লাহ কি তোমাকে আমার উপর পর্যবেক্ষণকারী করে পাঠিয়েছেন? তিনি বলেন, একদিন সে তাকে অনেক বড় গুনাহে লিপ্ত হতে দেখল। তখন সে তাকে বলল, হে ব্যক্তি! গুনাহ থেকে বিরত থাক। সে বললো, আমাকে আমার পথে থাকতে দাও। আমার রব কি তোমাকে আমার পর্যবেক্ষণকারী রূপে পাঠিয়েছেন? সে বললো, আল্লাহর কসম! আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অথবা আল্লাহ্ তোমাকে কখনও জান্নাতে প্রবেশ করাবেন না। রাবী সন্দেহবশত এমন বলেন। এরপর আল্লাহ্ উভয়ের নিকট মৃত্যুর ফেরেশতা পাঠালেন এবং ফেরেশতা উভয়ের রুহ কবজ করে গুনাহগার ব্যক্তিকে বললেন, যাও এবং আমার রহমতে জান্নাতে প্রবেশ কর। আর দ্বিতীয় ব্যক্তিকে বললেন, তুমি কি জানতে না, আমার হাতে কি রহমতের ভাণ্ডার ছিল না? আমার কাছে যা রয়েছে সেই বিষয়ে কি তুমি সক্ষম ছিলে? তখন ফেরেশতাদেরকে বলা হবে: তাকে নিয়ে জাহান্নামে যাও, তখন আবূ হুরায়রা (রা) বলেন, যার হাতে আবুল কাসিমের প্রাণ, তার শপথ করে বলছি! সে কথা বলার দরুন, অথবা এ কথার জন্য সে দুনিয়াতে তার সমস্ত আমল নষ্ট করে ফেলেছে এবং সে জাহান্নামে প্রবেশ করেছে।
كتاب التوبة
باب قوله صلى الله عليه وسلم لا ينجي أحدكم عمله
عن ضمضم بن جوس اليمامي (4) قال قال لي ابو هريرة رضي الله عنه يا يماني لا تقولن لرجل والله لا يغفر لك أو لا يدخلك الله الجنة أبدا قلت يا أبا هريرة إن هذه الكلمة يقولها احدنا لأخيه وصاحبه اذا غضب قال فلا تقلها فإني سمعت النبي صلى الله عليه وسلم يقول كان في بني اسرائيل رجلان كان احدهما مجتهدا في العبادة وكان الآخر مسرفا على نفسه فكانا متآخيين فكان المجتهد لا يزال يرى الآخر على ذنب فيقول يا هذا اقصر فيقول خلني وربي أبعثت علي رقيبا؟ قال إلى ان رآه يوما على ذنب استعظمه فقال له ويحك اقصر قال خلني وربي ابعثت علي رقيبا؟ قال فقال والله لا يغفر لك أو لا يدخلك الله الجنة ابدا قال احدها (5) قال فبعث الله اليهما ملكا فقبض أرواحهما واجتمعا (6) فقال للمذنب اذهب فادخل الجنة برحمتي وقال للآخر أكنت بي عالما؟ أكنت على ما في يدي خازنا؟ اذهبوا به إلى النار قال فوالذي نفس أبي القاسم بيده (7) لتكلم بالكلمة أو بقت دنياه وآخرته
tahqiqতাহকীক:তাহকীক চলমান