মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তাওবা অধ্যায়
হাদীস নং: ৪০
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ্ তাঁর রহমতের একশত ভাগের এক ভাগ তাঁর সৃষ্টিকুলের অন্তরে ন্যস্ত করেছেন
৪০. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যদি মুমিন বান্দা জানতো যে, আল্লাহর নিকট কি ভীষণ শান্তি রয়েছে, তাহলে সে বেহেশতে প্রবেশের আশা করতো না। আর যদি কাফির ব্যক্তি জানতো যে, আল্লাহর নিকট কি অপরিসীম দয়া আছে, তাহলে সে জান্নাতে প্রবেশ থেকে নিরাশ হতো না। আল্লাহ্ একশত রহমত সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে মাত্র একটি রহমত তাঁর সৃষ্টিকুলের মধ্যে রেখেছেন, যার ফলে- তারা পরস্পরের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শন করে। আর অবশিষ্ট নিরানব্বইটি রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন।
كتاب التوبة
باب ما جاء في أن الرحمة التي أودعها الله في قلوب خلقه جزء من مائة من رحمته لخلقه
عن أبي هريرة (1) عن النبي صلى الله عليه وسلم قال لو يعلم المؤمن ما عند الله من العقوبة (2) ما طمع في الجنة أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة (3) ما قنط من الجنة أحد خلق الله مائة رحمة فوضع رحمة واحدة بين خلقه يتراحمون بها وعند الله تسعة وتسعون (4) رحمة