মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ২৩
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার ধরণ এবং যে ব্যক্তি তাওবা করবে, কিভাবে করবে?
২৩. 'আবদুল্লাহ ইবন মা'কিল ইবন মুকাররিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আমার পিতার সাথে 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর নিকট উপস্থিত হলাম। তিনি বললেন, তুমি কি নবী করিম (ﷺ) কে বলতে শুনেছ, অনুতপ্ত হওয়াই তাওবা? তিনি বললেন, হাঁ। আবার বললেন; আমি তাকে বলতে শুনেছি, অনুতপ্ত হওয়াই তাওবা।
كتاب التوبة
باب ما جاء في كيفية التوبة وما يفعل من اراد أن يتوب
عن عبد الله بن معقل بن مقرن (1) قال دخلت مع أبي على عبد الله بن مسعود فقال أنت (2) سمعت النبي صلى الله عليه وسلم يقول الندم توبة قال نعم وقال مرة سمعته يقول الندم توبة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৩ | মুসলিম বাংলা