মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তাওবা অধ্যায়
হাদীস নং: ১
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১. আবূ বুরদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যুহায়না গোত্রের এক ব্যক্তি ইবনে 'উমরের নিকট হাদীস বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, হে মানুষ! তোমরা তোমাদের রবের নিকট তওবা কর, আমি তাঁর নিকট দিনে একশতবার তওবা করে থাকি।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي بردة (7) قال سمعت الاغر رجلا من جهينة يحدث ابن عمر انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس توبوا الى ربكم فإني أتوب اليه في اليوم مائة مرة