মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৬২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: বাজার ও অন্যান্য স্থানের নিন্দা সম্পর্কে
৬২. বারা' ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মরুভূমিতে বসবাস করে, সে নির্দয় হয়।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الأسواق وأماكن أخرى
عن البراء بن عازب (2) قال قال رسول الله صلى الله عليه وسلم من بدا (3) جفا