মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৫৬
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: অট্টালিকা নির্মাণ করার নিন্দা সম্পর্কে
৫৬. আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন আমি মদীনার কোন এক পথ দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)- এর সাথে অতিক্রম করছিলাম। তিনি ইটের তৈরী একটি গোলাকার ঘর দেখে বললেন, এ ঘরটি কার? আমি বললাম, অমুকের ঘর। তখন তিনি বললেন, এ ধরনের প্রত্যেক ঘরই তার মালিকের জন্য কিয়ামতের দিন ধ্বংসের কারণ হবে, তবে মসজিদ অথবা ইত্যাদি ইত্যাদি ব্যতিত, অর্থাৎ মসজিদ তৈরী করা বা অনুরূপ ভালো কাজে। পরবর্তীতে তিনি সে পথে ফেরার সময় ঘরটি দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন, ঘরটি কি করা হয়েছে? আমি বললাম, ঘরের মালিকের নিকট আপনার কথা পৌঁছলে সে ঘরটি ভেঙ্গে ফেলেছে। তিনি বললেন, আল্লাহ্ তার প্রতি দয়া করুন।
كتاب المدح والذم
باب ما جاء في ذم البنيان
عن أنس (3) قال مررت مع النبي صلى الله عليه وسلم في طريق المدينة فرأى قبة من لبن فقال لمن هذه؟ فقلت لفلان فقال أما ان كل بناء (4) هد على صاحبه يوم القيامة إلا ما كان في مسجد أو في بناء مسجد شك أسود أو أو أو (5) ثم مر فلم يلقها فقال ما فعلت القبة؟ قلت بلغ صاحبها ما قلت فهدمها قال فقال رحمه الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান