মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৫৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ : আল্লাহর নিকট দুনিয়া মূল্যহীন ও তুচ্ছ হওয়ার উদাহরণ
৫৪. দহহাক ইব্ন সুফিয়ান আল-কিলাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, হে দহহাক! তুমি কি খাও? সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি দুধ ও গোস্ত খাই। রাসূল (ﷺ) বললেন, খাওয়ার পর সেগুলো কিসে পরিণত হয়? তিনি বললেন, যেটা হয় সেটা আপনি জানেন। তখন রাসূল (ﷺ) বললেন, মহান আল্লাহ তা'আলা দুনিয়াকে বনি আদমের পেট থেকে যা বের হয়, তার সাথে তুলনা করেছেন।
كتاب المدح والذم
فصل منه في مثل الدنيا عند الله وهوانها عليه
عن الحسن (10) عن الضحاك ابن سفيان الكلابي ان رسول الله صلى الله عليه وسلم قال له يا ضحاك ما طعامك؟ قال يا رسول الله اللبن واللحم قال ثم يصير إلى ماذا؟ قال إلى ما قد علمت؟ قال (أي النبي صلى الله عليه وسلم) فإن الله تبارك وتعالى ضرب ما يخرج من ابن آدم مثلا للدنيا