মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৪২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : দুনিয়ার নিন্দা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৪২. যায়েদ ইব্‌ন ছাবিত (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে আল্লাহ তার দুনিয়ার কাজ সুচারুরূপে সম্পন্ন করে দিবেন এবং তার অন্তরে সচ্ছলতা দান করবেন, আর দুনিয়া অবনত হয়ে তার সামনে এসে হাযির হবে। আর যে পার্থিব দুনিয়ার নিয়ত করবে, আল্লাহ্ তার সবকিছু নষ্ট করে দেবেন, দারিদ্রতাকে তার চোখের সামনে ঝুলিয়ে দিবেন আর সে পার্থিব দুনিয়া ততটুকুই লাভ করবে, যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ আছে।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الدنيا
عن زيد بن ثابت (6) انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من كان همه الآخرة جمع الله شمله وجعل هناه في قلبه وأتته الدنيا وهي راغمة ومن كان نيته الدنيا فرق الله عليه ضيعته وجعل فقره بين عينيه ولم يأته من الدنيا إلا ما كتب له
tahqiqতাহকীক:তাহকীক চলমান