মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
৩৭. হামযা ইব্ন আবদুল মুত্তালিবের স্ত্রী খাওলা বিনতে কায়েস (রা) বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) হামযার নিকট প্রবেশ করে দুনিয়া সম্পর্কে আলোচনা করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এ দুনিয়া হলো সবুজ-শ্যামল মনোরম মধুময়। যে ব্যক্তি বৈধ উপায়ে দুনিয়ায় সম্পদ ভোগ করে ও প্রয়োজন মাফিক গ্রহণ করে তার জন্য তাতে বরকত দেয়া হয়। এমন অনেক ব্যক্তি আছে, যারা আল্লাহ ও তাঁর রাসূলের দেয়া সম্পদ কল্যাণ ও জনস্বার্থে ব্যয় না করে স্বেচ্ছাচারী পন্থায় ভোগ-ব্যবহার করে। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে দোযখে নিক্ষেপ করবেন।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن خولة بنت قيس (10) امرأة حمزة بن عبد المطلب أن رسول الله صلى الله عليه وسلم دخل على حمزة فتذاكرا الدنيا فقال رسول الله صلى الله عليه وسلم ان الدنيا خضرة حلوة (1) فمن أخذها بحقها (2) بورك له فيها ورب متخوض (3) في مال الله ومال رسول له النار يوم يلقى الله