মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
২৯. 'আবদুল্লাহ ইব্‌ন হারিছ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও উবাই ইব্‌ন কা'ব একটি মনোরম দুর্গের ছায়ার নীচে দাঁড়িয়ে ছিলাম। তখন উবাই আমাকে বললো, তুমি কি বিভিন্ন প্রকার দুনিয়া লোভী লোকদের দেখ না? আমি বললাম, হ্যাঁ, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলত শুনেছি, অচিরেই ফুরাত নদী থেকে সোনার একটি পর্বতের আবির্ভাব হবে, মানুষ যখন এ খবর শুনবে, তখন সেদিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, তা কার নিকট রয়েছে? আল্লাহর শপথ! যদি আমরা মানুষের জন্য সেটা ছেড়ে দেই, তাহলে মানুষ এর দখল নিয়ে এমন যুদ্ধে লিপ্ত হবে যে যুদ্ধে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن عبد الله بن الحارث (11) قال وقفت انا وابي بن كعب (رضي الله عنه) في ظل أجم (12) حسان فقال لي أبي ألا ترى الناس مختلفة أعناقهم (1) في طلب الدنيا؟ قال قلت بلى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يوشك (2) الفرات ان يحسر عن جبل من ذهب (3) فإذا سمع به الناس ساروا اليه فيقول من عنده والله لئن تركنا الناس يأخذون منه ليذهبن (4) فيقتتل الناس حتى يقتل من كل مائة تسعة وتسعون (5) وهذا لفظ حديث أبي عن عفان
tahqiqতাহকীক:তাহকীক চলমান