মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ২৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
২৭. 'আবদুল্লাহ ইব্‌ন আবূ হুযায়ল (রা) থেকে বর্ণিত। আমার একজন সাথী আমার নিকট হাদীস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, স্বর্ণ ও রৌপ্যের মালিকদের জন্য ধ্বংস। তিনি বলেন, আমার সাথী আমার নিকট হাদীস বর্ণনা করেন যে, তিনি 'উমর (রা)-এর সাথে গেলেন 'উমর (রা) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার কথা স্বর্ণ-রৌপ্যের (মালিকদের) জন্য ধ্বংস, তাহলে আমরা কী সংরক্ষণ করব? তখন রাসূল (ﷺ) বললেন, জিকিরকারী যবান, শোকরকারী অন্তর ও নেককার নারী, যে আখিরাতের ইবাদতে তোমাকে সাহায্য করবে।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن عبد الله بن ابي الهذيل (4) قال حدثني صاحب لي ان رسول الله صلى الله عليه وسلم قال تبا (5) للذهب والفضة قال فحدثني صاحبي انه انطلق مع عمر بن الخطاب فقال يا رسول الله قولك تبا للذهب والفضة ماذا ندخر؟ فقال رسول الله صلى الله عليه وسلم لسانا (6) ذاكرا وقلبا شاكرا وزوجة تعين على الآخرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান