মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২১
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : রাষ্ট্রীয় দায়িত্বে নারীদেরকে নিযুক্ত করা অকল্যাণকর
২১. আবূ বাকরা (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ)-এর নিকট উপস্থিত থাকা অবস্থায় একজন সংবাদ নিয়ে আসলো যে, শত্রুদের উপর তাঁর সৈন্য বাহিনী বিজয়ী হয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর মাথা 'আয়েশা (রা)-এর কোলে ছিল। তিনি দাঁড়ালেন এবং সিজদা করলেন, তারপর সংবাদদাতাকে প্রশ্ন করলে সে সংবাদ দিল যে, তারা একজন মহিলাকে তাদের আমীর নিযুক্ত করেছে। তখন নবী করিম (ﷺ) বলেন, এখন যখন মহিলাদের আনুগত্য করা হবে, তখন পুরুষরা ধ্বংস হবে। একথা তিনি তিন বার বললেন।
كتاب المدح والذم
فصل منه أيضا في عدم صلاحية النساء لولاية الأمور
عن أبي بكرة (6) أنه شهد النبي صلى الله عليه وسلم أتاه بشير يبشر بظفر جند له على عدوهم ورأسه في حجر عائشه رضي الله عنها فقام فخر ساجدا ثم أنشأ يسائل البشير فأخبره فيما أخبره انه ولى امرهم امرأة فقال النبي صلى الله عليه وسلم الآن هلكت الرجال اذا أطاعت النساء هلكت الرجال اذا أطاعت النساء (1) ثلاثا