মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মহিলাদের নিন্দা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৯. আবু তাইয়াহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুতররিফ (রা) কে বলতে শুনেছি, তার দু'জন স্ত্রী ছিল। সে তাদের একজনের কাছে গমন করেন। বর্ণনাকারী বলেন, তখন স্ত্রী তার মাথা থেকে পাগড়ী খুলে নিয়ে বলে, তুমি কি তোমার অন্য স্ত্রীর কাছ থেকে এসেছো? সে বললো, আমি 'ইমরান ইব্‌ন হুসায়নের কাছ থেকে এসেছি। তারপর তিনি নবী (ﷺ)-এর নিকট থেকে বর্ণনা করেন, নবী করিম (ﷺ)বলেছেন, জান্নাতে খুব কম সংখ্যক নারী বসবাস করবে।
كتاب المدح والذم
باب ما جاء في ذم النساء
عن أبي التياح (10) قال سمعت مطرفا يحدث انه كانت له امرأتان قال فجاء إلى احداهما قال فجعلت تنزع به عمامته (11) وقال جئت من عند امرأتك قال جئت من عند عمران بن حصين فحدث عن النبي صلى الله عليه وسلم حسب (12) أنه قال ان أقل ساكني الجنة النساء
tahqiqতাহকীক:তাহকীক চলমান