মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
অধ্যায় প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে

পরিচ্ছেদ: কি ধরনের প্রশংসা জায়েয
৫. আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! কোন ব্যক্তি কেবল আল্লাহ্ সন্তুষ্টি লাভের আশায় আমল করে আর লোকজন তার সেই কাজের জন্য প্রশংসা করে;(এটা কি তার কোন গুনাহ হবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সেটা তো ঈমানদার ব্যক্তির জন্য আগাম সুসংবাদ।
كتاب المدح والذم
كتاب المدح والذم

باب ما يجوز من المدح
عن عبد الله بن الصامت عن أبي الذر (3) أنه قال يا رسول الله الرجل يعمل العمل فيحمده الناس عليه ويثنون عليه به فقال رسول الله صلى الله عليه وسلم تلك عاجل بشرى المؤمن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫ | মুসলিম বাংলা