মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
অধ্যায় প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে

পরিচ্ছেদ: কি ধরনের প্রশংসা জায়েয
২. আসওয়াদ ইব্‌ন সারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহ্ রাসূল (ﷺ)! আমি কি আপনাকে ওইসব প্রশংসা আবৃত্তি করে শুনাব যেগুলোতে আমি আমার রবের প্রশংসা করেছি? তিনি বললেন, নিশ্চয়ই, তোমার রব প্রশংসা করা পছন্দ করেন।
كتاب المدح والذم
كتاب المدح والذم

باب ما يجوز من المدح
عن الأسود بن سريع (1) قال قلت يا رسول الله ألا أنشدك محامد حمدت بها ربي تبارك وتعالى؟ قال أما إن ربك عز وجل يحب المدح
tahqiqতাহকীক:তাহকীক চলমান