মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৫০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : আটটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১৫০. আবদুল্লাহ ইব্‌ন মাস'উদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উল্কি অংকন কারিণী এবং যে নারী উল্কি অংকন করায়, পরচুলা ব্যবহার কারিণী, তা প্রস্তুত কারিণী; তালাকপ্রাপ্তা নারীকে হালালকারী ও যার জন্য হালাল করা হয়, এবং সুদখোর, সুদদাতা, লেখক ও স্বাক্ষী এদের সকলের উপর রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন।
كتاب آفات اللسان
باب ما جاء في الثمانيات
عن عبد الله (9) قال لعن رسول الله صلى الله عليه وسلم الواشمة والمستوشمة والواصلة والموصلة والمحل والمحلل له وآكل الربا ومطعمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান