মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৪৮
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ: সাতটি সংখ্যা উল্লেখ করে যা এসেছে
১৪৮. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন যে, নবী করিম (ﷺ) সাত প্রকার মৃত্যু থেকে আল্লাহর নিকট আশ্রয় চেয়েছেন। যথা- আকস্মিক মৃত্যু, সাপের কামড়ে মৃত্যু, হিংস্র জন্তুর আক্রমণে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, কারও উপর কোন কিছু ভেঙ্গে পড়ে তাতে মৃত্যু এবং যুদ্ধের ময়দান থেকে পলায়নের সময় নিহত হওয়া।
كتاب آفات اللسان
فصل منه في السباعيات المبدوءة بعدد
عن عبد الله بن عمرو (6) عن النبي صلى الله عليه وسلم انه استعاذ من سبع موتات موت الفجأة ومن لدع الحية ومن السبع ومن الغرق ومن الحرق ومن أن يخر على شيء أو يخر عليه شيء (7) ومن القتل عند فرار الزحف
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪৮ | মুসলিম বাংলা