মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৩১
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: পাঁচটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১৩১. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মদ, জুয়া খেলা, গম ও ভুট্টা থেকে তৈরী এক প্রকার মদ, পাশা খেলা, ও হাবশীদের বাদ্যযন্ত্র হারাম করেছেন এবং বিতরের নামাযকে নফল করেছেন।
كتاب آفات اللسان
باب ما جاء في الخماسيات
عن عبد الله بن عمر (4) قال قال رسول الله صلى الله عليه وسلم حرم على أمتى الخمر والميسر والمزر (5) والكوبة والقنين (6) وزادني صلاة الوتر (7) قال يزيد (أحد الرواة) القنين البرابط