সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ১৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
বদ–নযর লাগা সত্য
১৩০. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বদ–নযর লাগা সত্য। আর তিনি উল্কি আঁকতে (খোদাই করতে) নিষেধ করেছেন।
أبواب الكتاب
باب الْعَيْنُ حَقٌّ
130 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعَيْنُ حَقٌّ، وَنَهَى عَنِ الْوَشْمِ»