সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
জনগণ কুরাইশ এর অনুগামী এবং খিলাফত কুরাইশ এর জন্য
১২৮. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এই ব্যাপারে (অর্থাৎ ইমারত) লোকজন কোরাইশদের অনুসারী—তাদের মুসলমানেরা তাদের মুসলমানদেরই অনুসারী এবং তাদের কাফের তাদের কাফেরেরই অনুগত।
أبواب الكتاب
باب النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ وَالْخِلاَفَةُ فِي قُرَيْشٍ
128 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذِهِ الشَّأْنِ - أُرَاهُ يَعْنِي الْإِمَارَةَ - مُسْلِمُهُمْ تَبَعٌ لِمُسْلِمِهِمْ، وَكَافِرُهُمْ تَبَعٌ لِكَافِرِهِمْ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)