সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১২৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
ঈমানের ক্ষেত্রে মুমিনদের পারস্পারিক শ্রেষ্ঠত্ব এবং এ বিষয়ে ইয়ামানবাসীদের প্রাধান্য
১২৬. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অহংকার ও দাম্ভিকতা রয়েছে ঘোড়া ও উট ওয়ালাদের মধ্যে। আর নম্রতা রয়েছে বকরি ওয়ালাদের মধ্যে।
أبواب الكتاب
باب تَفَاضُلِ أَهْلِ الإِيمَانِ فِيهِ وَرُجْحَانِ أَهْلِ الْيَمَنِ فِيهِ
126 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْخُيَلَاءُ وَالْفَخْرُ فِي أَهْلِ الْخَيْلِ وَالْإِبِلِ، وَالسَّكِينَةُ فِي أَهْلِ الْغَنَمِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)