মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৭৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: শরীয়তের কল্যাণে কবিতা জায়েয
৭৬. কা'ব ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কবিতার দ্বারা মুশরিকদেরকে ব্যঙ্গ কর। মুমিন তার যবান ও মাল দিয়ে জিহাদ করে। যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ করে বলছি, তা তার প্রতি তীর নিক্ষেপের সমতুল্য।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তিনি নবীজিকে বলেছেন, কবিতার ব্যাপারে আল্লাহ্ তা'আলা যা অবতীর্ণ করার তা করেছেন। তখন নবী করিম (ﷺ) বলেছেন, মুমিন তলোয়ার ও যবান দিয়ে জিহাদ করে। যার হাতে মুহাম্মদের প্রাণ, তাঁর শপথ করে বলছি। কবিতার মাধ্যমে তাদের প্রতি যা নিক্ষেপ করা হয়, তা তোমাদের তীর নিক্ষেপের মতই।
তাঁর তৃতীয় বর্ণনায় কা'ব ইবন মালিক বলেন, যখন কবিতা সম্পর্কে আল্লাহ তা'আলা যা অবতীর্ণ করার, তা করেছেন, তখন সে নবী করিম (ﷺ)-এর নিকট এসে বললো, আল্লাহ্ তা'আলা কবিতার সম্পর্কে যা অবতীর্ণ করেছেন, তা আপনি অবশ্যই জানেন, আপনি ব্যাপারটি কিভাবে দেখেন? তখন নবী করিম (ﷺ) বললেন, একজন মুমিন তার তলোয়ার ও যবান দিয়ে যুদ্ধ করে।
كتاب آفات اللسان
باب ما يجوز من الشعر لمصلحة شرعية
عن عبد الرحمن بن عبد الله بن كعب عن كعب بن مالك (1) قال قال رسول الله صلى الله عليه وسلم اهجوا المشركين بالشعر ان المؤمن يجاهد بنفسه (2) وماله والذي نفس محمد بيده كأنما ينضحوهم (3) بالنبلى (وعنه من طريق ثان) (4) عن أبيه أنه قال قال النبي صلى الله عليه وسلم ان الله عز وجل قد أنزل في الشعر ما أنزل فقال إن المؤمن يجاهد بسيفه ولسانه والذي نفس محمد بيده لكأن ما ترمونهم به نضح النبل (5) (وعنه من طريق ثالث) (6) ان كعب بن مالك حين انزل الله تبارك وتعالى في الشعر ما أنزل اتى النبي صلى الله عليه وسلم فقال ان الله تبارك وتعالى قد أنزل في الشعر ما قد علمت وكيف ترى فيه؟ فقال النبي صلى الله عليه وسلم ان المؤمن يجاهد بسيفه ولسانه
tahqiqতাহকীক:তাহকীক চলমান