মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৫৭
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ঠাট্টা, তামাশা ও সে ক্ষেত্রে মিথ্যা থেকে ভীতি প্রদর্শন
৫৭. উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। আবূ বকর (রা) ব্যবসা উপলক্ষে বুসরা যান। এ সময় নু'আইমান (রা) এবং হারমালার পুত্র সুওয়াইবিত তার সাথে ছিলেন। তারা উভয়েই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সুওয়াইবিত রসদপত্রের দায়িত্বে ছিলেন। তার কাছে নুয়াইমান আসল এবং তাকে বললো, আমাকে কিছু আহার দিন। তিনি বললেন, না আবু বকর (রা) আসা পর্যন্ত অপেক্ষা করুন। আর নুয়াইমান ছিলেন কৌতুক প্রিয় ব্যক্তি। তিনি বললেন, না, আমি আপনাকে পেরেশান করে ছাড়বো, অতঃপর সে একদল লোকের কাছে আসলো, যারা কিছু আরোহণের ব্যবস্থা করেছিল তাদেরকে তিনি বললেন, তোমরা আমার কাছ থেকে শক্তিশালী, কর্মঠ সুন্দর বাগ্মিতাপূর্ণ গোলাম খরিদ কর, হয়তো সে বলবে, আমি স্বাধীন। তোমরা যদি তার এ কথায় তাকে ছেড়ে দাও, তাহলে বাদ দাও। আমার গোলামে সমস্যা সৃষ্টি করনা। তারা বললো, না, আমরা বরং তাকে তোমার থেকে দশটি উটের বিনিময়ে ক্রয় করবো। তারপর তিনি (নোয়াইমান) তাদের দশটি উট নিয়ে আসলেন, আর তারাও সেখানে এসে অবস্থান নিলেন। তারপর তিনি বললেন ঐ যে লোকটি, সে-ই তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। তখন লোকেরা এসে তাকে বললো, আমরা তোমাকে ক্রয় করেছি। সুওয়াইবিত বললেন, সে মিথ্যা বলেছে, আমি একজন স্বাধীন ব্যক্তি। তখন লোকেরা বললো, তুমি যে তা বলবে, সেটা পূর্বেই আমাদেরকে জানানো হয়েছে, তারপর তারা তার গলায় রশি লাগিয়ে তাকে নিয়ে গেল। এরপর যখন আবু বকর (রা) আসলেন, তখন তাকে এ খবর জানানো হলে তিনি তখন কয়েকজন সাথীকে নিয়ে তাদের উট ফেরত দিলেন এবং তাকে ফেরত নিয়ে আসলেন। এ ঘটনা শুনে রাসূল (ﷺ) ও তার সাথীরা এক বছর পর্যন্ত হাসাহাসি করলেন।
كتاب آفات اللسان
باب ما جاء في المزاح والترهيب من الكذب فيه
عن أم سلمة (2) أن أبا بكر خرج تاجرا إلى بصرى ومعه نعيمان وسويبط ابن حرملة وكلاهما يدري وكان سويبط على الزاد فجاءه نعيمان فقال اطعمني فقال لا حتى يأتي أبو بكر وكان نعيمان رجلا مضحاكا مزاحا فقال لأغيظنك فجاء إلى أناس جلبوا ظهرا فقال ابتاعوا مني غلاما عربيا فارها (3) وهو ذو لسان ولعله يقول أنا حر فإن كنتم تاركيه لذلك فدعوني لا تفسدوا علي غلامي فقالوا بل نبتاعه منك بعشر قلائص (4) فاقبل بها يسوقها واقبل بالقوم حتى عقلها ثم قال للقوم دونكم هو هذا فجاء القوم فقالوا قد اشتريناك قال سويبط هو كاذب انا رجل حر فقالوا قد أخبرنا خبرك وطرحوا الحبل في رقبته فذهبوا به فجاء أبو بكر فاخبر فذهب هو أصحابه له فردوا القلائص وأخذوه فضحك منها النبي صلى الله عليه وسلم وأصحابه حولا