মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৪২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর মিথ্যা অপবাদ আরোপ করা এবং এ ব্যাপারে কঠোরতা সম্পর্কে
৪২. 'আমির ইবন আবদুল্লাহ ইব্ন যুবায়র (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি যুবায়েরকে বললাম, ইবন মাসউদ ও অমুক অমুক লোক যেমন হাদীস বর্ণনা করে, আপনাকে তো আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে তেমন হাদীস বর্ণনা করতে শুনি না। তিনি বললেন, দেখ আমি তাঁর সোহবত থেকে পৃথক হয়নি। কাজেই হাদীস তো আমি জানি, কিন্তু তাঁকে বলতে শুনেছি: যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে, তাকে তার অবস্থানের স্থান জাহান্নামে বানাতে হবে।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الكذب على رسول الله صلى الله عليه وسلم والتغليظ في ذلك
عن عامر بن عبد الله بن الزبير عن أبيه (4) قال قلت للزبير مالي لا أسمعك تحدث عن رسول الله صلى الله عليه وسلم كما اسمع ابن مسعود وفلانا وفلانا؟ قال أما إني لم أفارقه منذ اسلمت ولكني سمعت منه كلمة من كذب علي معتمدا فليتبوأ مقعده من النار