মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩১
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মিথ্যা বলার প্রতি ভীতি প্রদর্শন
৩১. আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মিথ্যা ও আমানতের খিয়ানত ব্যতিত একজন মু'মিনের মাঝে অন্য সব স্বভাব থাকতে পারে।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الكذب
عن أبي أمامة (3) قال قال رسول الله صلى الله عليه وسلم يطبع المؤمن على الخلال كلها (4) إلا الخيانة والكذب

হাদীসের ব্যাখ্যা:

দুর্বলতা মানুষের সহজাত। মু'মিন ব্যক্তি তার ব্যতিক্রম নন। মু'মিন ব্যক্তি নিজের দুর্বলতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু দুটো অভ্যাস মু'মিনের স্বভাব বহির্ভূত। ঈমানের সাথে মিথ্যা ও আমানতের খিয়ানত একত্র হতে পারে না। অর্থাৎ মু'মিন ব্যক্তির যত অধঃপতনই হোক না কেন, তিনি মিথ্যাবাদী ও খিয়ানতকারী হতে পারেন না। মিথ্যা ও খিয়ানত ঈমানের বিপরীত কাজ। আর তাই নবী করীম ﷺ বলেছেন, মু'মিনের সকল অভ্যাস থাকতে পারে; কিন্তু মিথ্যা ও খিয়ানত থাকতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান