মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ২৮
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মিথ্যা বলার প্রতি ভীতি প্রদর্শন
২৮. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মিথ্যা বলা থেকে সতর্ক থাক। মিথ্যা মানুষকে পাপ ও গুনাহের দিকে নিয়ে যায়। আর পাপ ও গুনাহ তাকে দোযখে নিয়ে যায়। কোন বান্দাহ সদা সর্বদা মিথ্যা কথা বলতে থাকলে এবং মিথ্যার প্রতি ঝুঁকে থাকলে শেষ পর্যন্ত সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে তালিকাভুক্ত হয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الكذب
عن عبد الله (4) قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وان الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله عز وجل كذابا